চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি ৩ তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিটি করপোুরেশন এলাকার পাহাড়তলী সরাইপাড়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, সকাল থেকে করপোরেশন এলাকার পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই ৩ তলা ভবন হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।