ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

কক্সবাজরের রামু

পাহাড়ি ছরায় গোসল নেমে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র চেইন্দা খন্দকার পাড়া এলাকায় এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

মৃতরা হলো, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফয়েজ উল্লাহর ছেলে আব্দুর শুক্কুর আকাশ (১১) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (৯)।

স্থানীয় ইউপি সদস্য জাফর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে তিনজন শিশু ছড়ার পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের শোর-চিৎকারে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে আসার আগেই মারা যায়। তাদের মর্গে রাখা হয়। পরে স্বজনরা তাদের ঘরে নিয়ে যায়।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, সকালে চেইন্দার পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে জেনেছি। এটা মর্মান্তিক ঘটনা। শিশুদের মরদেহগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একসাথে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন