ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

পাহাড়তলিতে ইন্টারমিডিয়েট পাশ ভুয়া ডাক্তার জীবন সাহা গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের অভিযানে রাম জীবন সাহা নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকা থেকে রাম জীবন সাহা প্রকাশ আর জে সাহা (৫১) নামক এই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে জীবন যথাযথ কোন ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারেননি। তার কাছ থেকে ২টি ছোট ডাক্তারি প্যাড ও ১টি বিপি মেশিন সেট জব্দ করা হয়। মূলত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখার পর তিনি নিজে নিজে ডাক্তরি প্যাড ছাপিয়ে চিকিৎসক বনে যান।

চেম্বার খুলে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের এডিসি (পিআর) আরাফাতুল ইসলাম।

জানা যায়, মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরের দিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলামের তত্ত্বাবধানে পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার মৌমুসী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তার রাম জীবন সাহাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাম জীবন সাহার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাম জীবন সাহা রাজবাড়ী জেলার সদর থানার মৃত রবীন্দ্রনাথ সাহার ছেলে। তিনি নগীর ২৫নং রামপুর ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন