ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

পাহাড়তলিতে ছুরিকাঘাতে যুবক খুন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ মাহবুব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাহবুব ফরিদপুর জেলার পীরের চর এলাকার মো. সাহেব আলীর ছেলে।

জানা যায়, সামান্য কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। আহত হওয়ার পরে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেতেরা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটিরজেরে মোহাম্মদ মাহাবুবকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। মামলাটি আমলে নেয়া হয়েছে এবং সে অনুযায়ী তদন্ত চলছে। আশা করছি, জড়িতরা পুলিশের হাতে দ্রুত ধরা পড়বে। সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।’

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন