বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে ১৫টি কাঁচা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ চৌধুরী জানান, বসুন্ধরা আবাসিকের মেয়র রোডে বেশ কিছু কাঁচাঘর ছিল। বুধবার মধ্যরাতে জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনো একটিতে ছুঁড়ে ফেলে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে।’
বাংলাধারা/এফএস/এআর