ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার(২৩ জুন) সকালে নগরীর পাহাড়তলী থানাধীন বাচা মিয়া রোডের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম জান্নাতুল বৃষ্টি (১৬)। তার পিতার নাম মো. তৌহীদ, মাতার নাম. পুষ্পা।

জানা যায়, বৃষ্টি সকালে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। তারপর তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে পাহাড়তলী থানার কর্মকর্তা সৌমিক বড়ুয়া বাংলাধারাকে জানান, দুর্ঘটনার পর পরই বৃষ্টিকে হাসপাতালে নিয়ে এসেছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু মেয়েটিকে বাঁচানো যায় নি। ময়না তদন্ত করে লাশটি তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, এ বিষয়ে এখনও কোন মামলা হয় নি। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও আশেপাশের লোকজনকে থানায় ডেকে এনেছি। এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন