ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

‘পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে’

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার।

তিনি বলেন, পাহাড়ের সাধারন মানুষের জন্য সেনাবাহিনী সবকিছুই করবে। শান্তিপূর্ণ পাহাড়ে ধর্ম-বর্ণ-দল-নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দিয়ে লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেন, মুল সড়কের পাশে ফুটপাতগুলো দখলমুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। গলিপথ গুলোতে বড় গাড়ি চলাচলের উপযোগী করতে হবে। যাতে করে ফায়ার সার্ভিসের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।

এসময়, বিভিন্ন গলিতে দোকানের সামনের অতিরিক্ত অংশ অপসারনের জন্য বাজার কমিটির সাধারন সম্পাদককে নির্দেশনাও প্রদান করেন তিনি।

দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বিদায়ী জোন কমান্ডারের উৎকর্ষতায় দায়িত্ব পালনের কথা জানিয়ে মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান মাটিরাঙ্গায় কাজ করার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি পাহাড়কে ভালোবাসি। পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য সম্ভব সবকিছু করার কথাও বলেন তিনি।

এই সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খায়রুল আলম ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ