ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে— জানালেন পার্বত্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি »

পাহাড়ের মানুষের কল্যাণে তাদের জীবনমানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণলয় সৃষ্টি করেছেন। দেশের এক দশমাংশ অঞ্চলের মানুষের উন্নয়নে বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মাঝে ভাতৃত্ববোধ জাগ্রত করাসহ পাহাড়ের ছেলে মেয়েদের সুশিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে মসজিদ, বৌদ্ধ বিহার, গীতা শিক্ষা ভবন, স্পোটিং ক্লাব ভবন উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন