৮ জুলাই ২০২৫

পাহাড় কাটায় তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটায় তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটার অভিযোগ রয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে জরিমানার এ আদেশ দেয়া হয়েছে।

দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড।

জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় নামক স্থানে দোহাজারি-কক্সবাজার রেল লাইন প্রকল্পের জন্য ২ কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড। তাদেরকে ৩৭ টি পাহাড় কাটার অনুমোদন দেয়া হলেও সেটার বাইরে গিয়ে তারা পাহাড় কাটে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, শুধু জরিমানা নয়, তমা গ্রুপের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ