১২ জুলাই ২০২৫

পিকের বিশ্বাঘাতকতায় বিচ্ছেদ— ইঙ্গিত শাকিরার

বিনোদন ডেস্ক »

ভালোবাসায় মোড়া ছিল পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের জীবন। সামাজিক মাধ্যমে পাওয়া যেত সেই ভালোবাসার প্রমাণ। একসঙ্গে এক যুগ বসবাস করেন তারা। কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে নিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

শাকিরা-পিকের আকস্মিক বিচ্ছেদে ভক্তরা রীতিমতো হতবাক হয়েছিলেন। আলোচনাও হয়েছে তুমুল। যদিও তাদের বিচ্ছেদের করাণ এখনও জানা যায়নি।

অনুরাগীদের ধারণা ছিল, ফুটবলার জেরার্ডের জীবনে অন্য কোনো নারী প্রবেশ করায় তিনিই শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন। তবে দম্পতির কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে এবার বোধহয় গুঞ্জনের অবসান হতে চলেছে।

সম্প্রতি শাকিরা নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই লেখায় বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। পোস্টটি পড়ার পর ভক্তরাও শাকিরাকে উগ্রভাবে সমর্থন করছেন।

শাকিরা লিখেছেন, ‘এই নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলো খোলা থাকে, তবে শুধু সময়ই একজন ভালো সার্জন হয়ে সেগুলো সারিয়ে দিতে পারে। কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলে যাবেন না। অবজ্ঞার সম্মুখীন হলেও আপনার মূল্য চিনতে ভুলবেন না। কারণ এই পৃথিবীতে যারা প্রতারণা করে, তাদের থেকেও বেশি ভালো মানুষ পৃথিবীতে রয়েছে। আমাদের কান্না অর্থহীন নয়। তারা সেই মাটিতেই সেচ দেয়, যেখানে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।’

২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তারা।

আরও পড়ুন