ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

পিসিআইইউ’র সাংবাদিকতা বিভাগের প্রভাষক জুয়েল দাশের পিতা ইহলোকের মায়া সাঙ্গ করেছেন

বাংলাধারা প্রতিবেদন  »

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান জ্যেষ্ঠ প্রভাষক এবং বাড়বকুণ্ড রক্ষাকালী বাড়ি মহোৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জুয়েল দাশ’এর শ্রদ্ধেয় পিতা বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যবসায়ী বিপুল দাশ ইহলোকের মায়া সাঙ্গ করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (৭ ফেব্রুয়ারি, ২০২১) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেন। প্রয়াণকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা, এক পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন রাতে সীতাকুণ্ডের মগপুকুর সর্বজনীন মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সমাপ্ত হয়েছে। তাঁর প্রয়াণে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়, সাংবাদিকতা বিভাগ, সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশন, বাড়বকুণ্ড রক্ষা কালী বাড়ি পরিচালনা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

প্রয়াত বিপুল দাশ’এর শ্রাদ্ধশান্তি আগামী ৯ মার্চ, ২০২১ (মঙ্গলবার) বাড়বকুণ্ডে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন