ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। জার্সি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরুল আনোয়ার।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আন্তঃডিপার্টমেন্ট ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়দের জন্য বিশেষ জার্সি তৈরি করা হয়।

উপাচার্য ড. মো. নূরুল আনোয়ার বলেন, “খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। নতুন জার্সি উন্মোচন করতে পেরে আমি আনন্দিত। এটি শুধু একটি পোশাক নয়, বরং আমাদের ঐক্য, স্পোর্টসম্যানশিপ ও বিশ্ববিদ্যালয়ের গৌরবের প্রতীক।”

অনুষ্ঠানে বিভাগের সভাপতি জুয়েল দাশ বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিযোগিতা দলগত চেতনাকে শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করবে।”

প্রতিযোগিতার জার্সির পৃষ্ঠপোষকতা করেছে অটোজোন বাংলাদেশ।

অটোজোন বাংলাদেশের স্বত্বাধিকারী মোহাম্মদ মেজবাহ আক্তার বলেন, “এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তির যুগে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়া উচিত।”

এবারের প্রতিযোগিতায় সাংবাদিকতা বিভাগ থেকে দুটি ক্রিকেট ও দুটি ফুটবল দল অংশগ্রহণ করছে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব উল ওয়াদুদ আলম, তাসলিমা আক্তার ইরিনসহ বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

আরও পড়ুন