ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

পীরখাইন ইসলামিয়া মাদরাসার হিফজ প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদ্রাসার শীর্ষস্থান অর্জন

আনোয়ারা উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পীরখাইন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হিফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ০২ জন ছাত্র প্রথম স্থান এবং ০১ জন ছাত্র ২য় স্থান অর্জন করেছেন আনোয়ারা উপজেলার বটতলী জামাল মার্কেটস্থ দারুত তাক্ওয়া লি- তাহ্ফীজিল কুরআনিল কারীম।

গতকাল বুধবার (১৫) জানুয়ারী সকাল থেকে আনোয়ারা ভিত্তিক প্রায় হিফজ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণের মধ্য দিয়ে ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হাফেজ মোঃ মিরাজ (৩০পারা গ্রুপে) ১ম স্থান এবং হাফেজ মোঃ মিশকাত (২০পারা গ্রুপে) ২য় স্থান ও মোহাম্মদ আফফান মিয়া (১০পারা গ্রুপে) ১ম স্থান অর্জন করেন।

বিগত সময়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক অর্জন বয়ে আনেন এই প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ কামরুউদ্দীন বলেন, আপনাদের সকলের দোয়ায় অত্র প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে থানা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আসছেন।দোয়া করবেন সামনের দিন গুলোতে যেনো আমাদের ছাত্ররা সাফল্য অর্জন করে আনোয়ারার মানুষের মুখ করতে উজ্জ্বল করতে পারে।অত্র মাদরাসার পক্ষ থেকে আমি তাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ