বাংলাধারা প্রতিবেদক »
হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে পুকুরের মালিক ও ভরাট কাজ বাস্তবায়নকারী সাবেক প্যানেল চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পান। পরে পুকুর মালিক চারিয়া এলাকার মীর আহম্মেদের পুত্র দিদারুল আলম অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুকুরটির ভরাট কাজ বাস্তবায়নের অপরাধে ওই এলাকার গাজী সালেহ আহমদের পুত্র, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসছে।