ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

‘ডিবির সোর্স’ পরিচয়ে ইয়াবার কারবার, পুলিশের হাতে আটক

বাংলাধারা প্রতিবেদন »

গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে বাকলীয়া থানার রাজখালী এলাকায় বহুদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল মোঃ জহিরুল ইসলাম (৪৫)।

বুধবার (১৫ মে) সকালে ৫১০ পিস ইয়াবাসহ রাজখালীর বেড়িবাঁধ এলাকার ১১ জনের কলোনী থেকে জহিরুল ইসলামকে আটক করেছে বাকলীয়া থানা পুলিশ। সে বাঁশখালী থানার পশ্চিম চাম্বল আমিন চৌধুরীর বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে।

বাকলীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলাধারাকে জানান, সে নিজেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ৫ থানার সোর্স হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবারব্যবসা করে আসছিল। ৫১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন