ksrm-ads

৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বাংলাধারা প্রতিবেদন »

নিজেদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের এসআই ও কনস্টেবল পদসহ অন্যান্য সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুলাল আহম্মেদ (৫৫) এবং চিরঞ্জিব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬)। দুলাল কোতোয়ালী থানার দেওয়ান বাজার এবং চিরঞ্জিব বাকলিয়া থানার ডিসি রোড এলাকার বাসিন্দা। এই চক্রের অন্য দুই সদস্য খোরশেদ (৪০) ও সুজন (৩৫) পলাতক বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়ন্দা পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলাধারাকে বলেন, এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে চকবাজার থানার গুলজার টাওয়ারের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিজেদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের এসআই ও কনস্টেবল পদসহ অন্যান্য সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে তারা। তাদের প্রতারণার জালে পড়ে অনেক চাকরি প্রত্যাশী ও তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ