বাংলাধারা প্রতিবেদন»
কম্বাইন্ড এ্যাপারেলস লিঃ-এ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় পোশাক শিল্প মালিকদের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বায়েজিদ থানারধীন আতুরার ডিপোস্থ তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান মেসার্স কম্বাইন্ড এ্যাপারেলস লিঃ-এ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের সাথে স্থানীয় পোশাক শিল্প মালিকদের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’ র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ’ র প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌসসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ যথাক্রমে- সাদেকুর রহমান চৌধুরী, শফিউল আজম রানা, মোঃ এরফানুল হাসান, রুস্তম আলী, মাহাবুবুল আলম সহ বিজিএমইএ’ র ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজিএমইএ’ র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, তৈরী পোশাক শিল্প দেশের বেকারত্ব দূরীকরণে যুবক-যুবতির জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ বৈদেশিক মুদ্রা আহরণ পূর্বক দেশের আত্ম-সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রেখে আসছে। সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী কর্তৃক সন্ত্রাসী হামলা ফলে কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়ে আমদানী-রপ্তানীতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ পোশাক শিল্পের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।
এসময় তিনি অবিলম্বে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।
বিজিএমইএ’ র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, আতুরার ডিপোস্থ স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ সহ দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা না হলে অত্র এলাকায় পোশাক শিল্প সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না।
বায়েজিদ থানার অফিস ইনচার্জ কামরুজ্জামান বলেন- বাংলাদেশের রপ্তানী-বাণিজ্যি তথা আত্ম-সামাজিক উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধায় এ’শিল্প পরিচালনায় সার্বিক নিরাপত্তা প্রদানে পুলিশ প্রশাসন সদা সচেষ্ঠ রয়েছে। কারখানায় হামলাকারী দুষ্কৃতিকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য গ্রেপ্তারের জন্য প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
এসময় ওসি কামরুজ্জামান আতুরার ডিপোস্থ পোশাক শিল্প সহ অন্যান্য সকল ব্যবসায়ীদেরকে সন্ত্রাসী, চাঁদাবাজ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন।
বাংলাধারা/এফএস/এফএস