ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

পেকুয়ায় ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি »

কক্সবাজারের পেকুয়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নেছার আহমদ (২৮)। সে রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়া এলাকার মোজাহের আহমদের ছেলে।

বৃহষ্পতিবার (২৭জুন) দুপুরে ওই এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহতের ভাই আব্দু রহিম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আমার ভাই নেছার আহমদ। সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হলে আমরা তাকে ডাকাডাকি করি। সন্দেহের এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে জুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন