ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধকে জনসম্মুখে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলারজুম এলাকার বাদামতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম (৬৫) বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলা এলাকার মৃত নজির আহমদের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাফর আলম চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে সোমবার বাড়ি ফিরছিলেন। এসময় ছনখোলা স্টেশনে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা প্রতিপক্ষ সাবেক মেম্বার জাফরের ছেলে আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে খুন করে। পরে তারা ঘাতকরা উল্লাস করতে করতে নির্জন পাহাড়ের দিকে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই আলমগীর কক্সবাজার কারাগারে রয়েছে। কয়েক মাস আগে তাদের পিতা জাফর আহমেদ একই কারাগার থেকে জামিনে বের হন। পাহাড়িয়াখালী এলাকার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীরদের সাথে জাফর আহমদের দীর্ঘ সময় ধরে বিরোধ রয়েছে। বনবিভাগের সংরক্ষিত জায়গা ও বালু মহালের আধিপত্য নিয়ে দু’পক্ষের বিরোধ দীর্ঘ বছর ধরে। দু’পক্ষের মধ্যে একাধিক রক্তপাত সংঘটিত হয়েছে। এর জের ধরে জাফরের ছেলে আলমগীরের হুকুমে তার ভাই জমিরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের পিতা জাফরকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে।

নিহত জাফরের স্ত্রী জ্যোৎস্না আক্তার বলেন, জমিসহ নানা বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

ওসি মোহাম্মদ ফরহাদ আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন