ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

পেকুয়ায় সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৭

কক্সবাজার প্রতিনিধি »

পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও গ্যারেজ মিস্ত্রীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মাঝে চারজন শিশু।

শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, সিএনজি গাড়ির মালিক পেকুয়া সদর ইউপির ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মো. তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।

আহতেদের প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তারা সকলেই এখন চমেক হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রুহুল আমিনের একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি অটোরিকশাটি মেরামত করতে নিয়ে আসেন। মিস্ত্রী সিএনজি মেরামত করার সময় গাড়িতে থাকা সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। তাতে আহতের ঘটনা ঘটে।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। সঠিক চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে, কি কারণে এমনটি ঘটলো।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি দেয়া হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন