ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

পেট থেকে সাড়ে ৪শ’ ইয়াবা বের করিয়ে মাদক ব্যবসায়ীকে আটক!

1556810364 5ccb0a7cb34e5 13

কক্সবাজার প্রতিনিধি »

পেটের ভেতর থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট বের করিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫’র সদস্যরা।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বন বিট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে চিকিৎসকের মাধ্যমে বিশেষ কায়দায় পায়খানা করিয়ে তার পেট হতে এসব ইয়াবা বের করা হয়।

আটক মাহবুব আলম (৫০) চট্টগ্রামের পটিয়া থানার ইয়াকুবদন্ডির দক্ষিণ হোলাইন অলি বিশ্বাসের বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫’র সিপিসি-২, হোয়াইক্যংয়ের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা হতে ইয়াবা নিয়ে যাত্রীবাহী সিএনজিতে হোয়াইক্যং বাজার হয়ে শামলাপুর বাজারের দিকে যাবে এমন খবর পেয়ে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল আমার নেতৃত্বে অভিযান চালায়। বনবিভাগের হোয়াইক্যং বিট অফিসের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে হোয়াইক্যং চেকপোষ্টের কাছে পৌছা সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় মাহবুব আলম স্বীকার করে তার পেটের ভেতর ৯টি পোটলায় ইয়াবা রয়েছে। তাকে পাশ্ববর্তী হ্নীলা ল্যাবএইড মেডিকেল এন্ড প্যাথলজি সেন্টারে নিয়ে পেট এক্স-রে করে হ্নীলা ডায়গনোষ্টিক সেন্টারের চিকিৎসক মোঃ আতিকুর রহমানের (এমবিবিএস বিএমডিসি (রেজি নং-৮৩৯২৯) মাধ্যমে পরীক্ষা করে পেটে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।

পরে বিশেষ কায়দায় তাকে পায়খানার করিয়ে ৯টি কালো পলিথিন দ্বারা মোড়ানো পোটলা বের করা হয়। প্রতি পোটলায় ৫০ পিস করে গোলাপী রংয়ের ৪৫০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরো জানান, তার কাছ হতে একটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন