ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

পোশাকধারী ভুয়া পুলিশ সদস্য আটক!

59453338 461434207927289 2996745368437260288 n

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় থেকে পোশাকধারী এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১ মে) সকালে কোতোয়ালী থানার একটি পিকট টিম মোঃ আইয়ুব (২১) নামে ঐ ভুয়া পুলিশ সদস্যকে আটক করে। সে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের নয়ারহাট এলাকার মোঃ নুরুল হকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, আন্দরকিল্লা মোড়ে পুলিশের পোষাক পরে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে তাকতে দেখে থানার একটি পিকেট টিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে উপ-পুলিশ কমিশনার (বন্দর) স্যারের বডি গার্ড। তার আচার আচরনে সন্দেহ ঘনিভুত হলে পিকেট টিমের নেতৃত্বে থাকা এএসআই মোহাম্মদ দিদারুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (বন্দর) স্যারকে ফোন দিয়ে নিশ্চিত হয় আয়ুব নামে উনার কোন বডি গার্ড নাই।

ওসি জানান, পরে তাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কর্ণফুলী থানায় তার পারিবরিক একটি অভিযোগ তদন্তাধীন আছে। তদন্তকে প্রভাবিত করার জন্যই পুলিশের পোশাক পরে থানায় যাওয়ার পরিকল্পনা করে।

ওসি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন