এনএনএস ও গেইন’র যৌথ উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা আয়োজিত পোশাক শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বিজিএমইএ হাসপাতাল, চট্টগ্রামের মাধ্যমে বিনামূল্যে Tab. Iron Folic Acid বিতরণ হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে বিনামূল্যে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাকিবুল আলম চৌধুরী বলেন, এনএনএস ও গেইন’র যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ২০ হাজার পিস Tab. Iron Folic Acid বিনামূল্যে বিতরণের জন্য আমি এবং আমার প্রতিষ্ঠান বিজিএমইএ কৃতজ্ঞ। গেইন দীর্ঘদিন যাবৎ তৈরি পোশাক শিল্পের কল্যাণে নানাবিদ কাজ করে আসছে। আমি গেইনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
‘আমরা সকলেই জানি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো দেশের রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প। এ শিল্পের শ্রমিকরা হলো শিল্প প্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি ও সরব প্রাণ। দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তা শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফসল। তাই শ্রমিকদেরকে বলা হয়— নতুন বাংলাদেশের গর্বিত অংশিদার। শ্রমিকদের কল্যাণে কিছু করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয়। শ্রমিক ভালো থাকলে শিল্পের চাকা ঘুরবে, আর শিল্পের চাকা ঘুরলে দেশের উন্নয়ন হবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য পুষ্টি ঘাটতি ও স্বাস্থ্য সচেতনতার অভাবে আমাদের দেশ বছরে হাজার হাজার কোটি টাকার উৎপাদনশীলতা হারাচ্ছে। শুধুমাত্র অপুষ্টির কারণে রপ্তানিকারক তৈরি পোশাক শিল্পে ২০ শতাংশ উৎপাদন কম হচ্ছে। আমরা আশা করবো ভবিষ্যতে এই পরিসেবা আরো বৃদ্ধি করে আপনারা শ্রমিকদের পাশে থাকবেন।’
রাকিবুল আলম চৌধুরী আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। আমাদেরকে বহিঃবিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নাই। আজকে যারা পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেবা দিয়ে চলেছেন তা বলে শেষ করার মত নয়।
বিনামূল্যে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এম. এহসানুল হক, আমজাদ হোসাইন চৌধুরী, রাকিব আল নাসের, গাজী মো. শহীদউল্লাহ ও বিপুল সংখ্যক গার্মেন্টস্ মালিকরা।