ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

পোষা কুকুরকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ঘরের পোষা চৌধুরী নামে কুকুরকে হত্যা চেষ্টার ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আহত কুকুরের মালিক। দায়ের কোপে চৌধুরী (কুকুরটি) মারাত্মক আহত হয়ে কাতরাচ্ছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড উখিয়ার ঘোনা টিলা পাড়া এলাকায় এ কুকুর হত্যা চেষ্টার ঘটনা ঘটে।

ঘটনার পর (মঙ্গলবার) রাতেই কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা টিলা পাড়ার মোহাম্মদের ছেলে জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কুকুরের মালিক নুরুল ইসলাম।

তিনি বলেন, অভিযুক্ত জিল্লুর রহমান আমার প্রতিবেশী। আমাদের চৌধুরীর সাথে তাদের পোষা কুকুরটি জগড়া দেয়। এসময় জিল্লুর রহমান এসে আমাদের চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে দা নিয়ে কোপ দেয়। কোপের আঘাতে চৌধুরীর ডান পার্শ্বে গর্দানে গুরুতর জখম হয়।

খবর পেয়ে আহত চৌধুরীকে (কুকুর) দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার জরুরী বিভাগে কুকুরের জখমের চিকিৎসা করান। আমি পোষা প্রাণীটিকে জখমে অভিযুক্ত জিল্লুর রহমানের উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত জিল্লুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

জানতে চাইলে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, থানা থেকে দূরে থাকায় অভিযোগের বিষয়টি জানি না। তবে এমনটি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক। থানায় এসে বিষয়টি জেনে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন