বাংলাধারা প্রতিবেদন »
প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় আবদুস সবুর লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুজিব সেনা চট্টগ্রাম শাখা। বুধবার(২৪ মার্চ) সন্ধ্যায় লিটনের বাসভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় লিটন বলেন, রামপুর ওয়ার্ডকে আমি আমার সবটুকু উজাড় করে দিচ্ছি। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় আছি। প্যানেল মেয়র নির্বাচিত করায় সকল কাউন্সিলরের কাছে আমি কৃতজ্ঞ। রামপুরবাসী যদি আমাকে কাউন্সিলর নির্বাচিত না করতো তাহলে আমি প্যানেল মেয়র হতে পারতাম না।
লিটন এ সময় মুজিব সেনাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদ, সহ-সভাপতি নারগিস আক্তার নীরা , সাধারন সম্পাদক সৈয়দ ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য সদস্য।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক এম আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ ফয়েজ আহমদ।
বাংলাধারা/এফএস/এআর