ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিকদের বিক্ষোভ: মতপ্রকাশ নাকি পরিকল্পিত চাপ?

চট্টগ্রামের জামালখানে অবস্থিত দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের শ্রমিকদের একটি দল বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

শ্রমিকদের দাবি, চট্টগ্রাম প্রতিদিন-এ প্রকাশিত একটি সংবাদ তাদের প্রতিষ্ঠানের মানহানি করেছে এবং তারা এর প্রতিবাদ জানাতে এসেছেন। কোয়ালিটি বিভাগের ডেপুটি ম্যানেজার কাইয়ুম ও নাইম হোসেন বলেন, “আমরা দীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছি। কিন্তু গতকালের প্রতিবেদন আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা চাই চট্টগ্রাম প্রতিদিন আমাদের পক্ষ থেকে একটি ইতিবাচক সংবাদ প্রকাশ করুক।”

তবে বিক্ষোভে উপস্থিত অধিকাংশ শ্রমিক এই কর্মসূচির প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, এটি সত্যিই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি পরিকল্পিতভাবে সংগঠিত কোনো চাপ প্রয়োগের কৌশল?

চট্টগ্রাম প্রতিদিন কর্তৃপক্ষের অভিযোগ, এই কর্মসূচির আড়ালে তাদের কার্যালয়ে হামলার চেষ্টা ছিল।

সংবাদমাধ্যমটির সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, “কোনো সংবাদের বিরুদ্ধে আপত্তি থাকলে তা জানানোর আইনসম্মত উপায় রয়েছে। কিন্তু সংঘবদ্ধভাবে লোক এনে চাপ সৃষ্টি করা সাংবাদিকতার স্বাধীনতার ওপর হুমকি। আমরা অতীতে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করিনি, ভবিষ্যতেও করবো না।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, এই ঘটনার পেছনে শ্রমিকদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এটি কি প্রকৃতপক্ষে শ্রমিকদের আবেগের বহিঃপ্রকাশ, নাকি সাংবাদিকতার ওপর এক ধরনের চাপ প্রয়োগের প্রচেষ্টা?

আরও পড়ুন