অনির্দিষ্ট স্থানে প্রকৃতির ডাকে সাড়া দিলেই জরিমানা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগরীর এক স্থানীয় কাউন্সিলর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরের দেওয়া স্ট্যাটাসে দেখা যায় মলত্যাগকারী ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে দেয়া হবে ১০ হাজার টাকা পুরস্কার এছাড়াও অপরাধীকে করা হবে ১৫ হাজার টাকা জরিমানা। মূলত খেলাধুলার জায়গার ঘৃণ্য কাজ করায় এমন পদক্ষেপ এই জনপ্রতিনিধির।
সরেজমিনে দেখা যায়, বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় শিশু-কিশোররা সন্ধা বেলায় খেলাধুলার মগ্ন থাকে। সম্প্রতি এমন স্থানে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে কিছু লোক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্কুলে কিংবা বাড়িতে পড়ালেখার পর বাচ্চারা এই স্থানে খেলাধুলা করে। তবে কিছুদিন ধরে মলের দুর্গন্ধে যেটি পরিত্যক্ত হওয়ার আশংকা।
স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বাচ্চারা আগের মত খেলাধুলা করছেনা। কে বা কারা রাতের আঁধারে এখানে মলত্যাগ করে চলে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি এরকম ব্যক্তিদের ধরতে বা ধরিয়ে দিতে পারলে জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, শহরে যেভাবে মাঠের সংকট বাচ্চারা যাবে কোথায়। শৈশব বা কিশোর থাকাকালীন খেলাধুলা করতে না পারায় মুলত শিশু-কিশোররা স্মার্টফোনের আসক্তিতে ধুঁকছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে মনে করি চট্টগ্রামে শপিং কমপ্লেক্স হয় বড় বড় অট্টালিকা হয় কিন্তু কোথাও আমরা খেলার মাঠ করার উদ্যোগ গ্রহণ করি না। আমাদের সময় এসেছে প্রত্যেকটি এলাকায় সরকারের পক্ষ থেকে খেলাধুলার মাঠ তৈরী করার।