৮ নভেম্বর ২০২৫

প্রচারের অভাবে সাড়া ফেলেনি চট্টগ্রামের বইমেলা

চট্টগ্রামের কাজীর দেউড়ি জিমনেসিয়াম চত্বরে অমর একুশ বইমেলা শুরু হয়েছে গতকাল শনিবার। কিন্তু আজ রবিবার (২রা ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে ছিল না চোখে পড়ার মতো পাঠক। তবে প্রকাশকরা আশা করছেন আরো কিছুদিন পার হলে পাঠকদের আনাগোনা বাড়তে পারে।

বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রকাশনী সংস্থাগুলোর স্টল গুছানো শেষ। মেলার প্রাঙ্গণে মুটামুটি পাঠকদের আনাগোনা থাকলেও স্টলগুলোতে বইপ্রেমীদের তেমন ভীড় নেই। মেলার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলেও দর্শকদের জন্য রাখা সারিসারি চেয়ার খালি পড়ে আছে।

পাঠকদের উপস্থিতি নিয়ে গল্পকার প্রকাশনীর সত্ত্বাধিকারী বলেন, যেহেতু বইমেলা মাত্র কয়েকদিন আগে শুরু হয়েছে, তাই মানুষজনের উপস্থিতি নেই।তবে আশা করছি দুই একদিন পর থেকে মেলা জমে উঠবে। আশা করছি ভালো বেচাকেনা হবে।

বইমেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সবাই এখনও গুছিয়ে উঠতে পারেনি। তবে আশা করছি এবার ভালোই হবে।

এদিকে চট্টগ্রামের বইমেলা নিয়ে প্রচারণা আরও বাড়ানো উচিত বলে মনে করেন প্রকাশকরা।

খড়িমাটির প্রকাশক বলেন, প্রথমদিন পাঠকদের উপস্থিতি মোটামুটি থাকলেও আজ তেমন লক্ষ্য করা যায়নি। আশা করছি শুক্রবার থেকে পাঠকদের উপস্থিতি বাড়বে। আর আমার মনে হয় চসিকের মেলার প্রচারণার ঘাটতি রয়েছে। তাঁদের উচিত প্রচারণা আরও বাড়ানো।

এসময় কিছু পাঠকরাও একই অভিযোগ করে বলেন, চট্টগ্রামের যে বই মেলা হচ্ছে তা আমরা জানতাম না। কাজীর দেউড়ির পাশ দিয়ে হেঁটে যেতে চোখে পড়লো তাই মেলায় প্রবেশ করলাম। মেলার আয়োজকদের উচিত প্রচার প্রচারণা বাড়ানোর।

চট্টগ্রামে এবারের বইমেলা চলবে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত।সামনের দিনগুলোতে বইমেলা জমিয়ে তুলতে প্রচার প্রচারণা বাড়ানোর দাবি প্রকাশক ও পাঠকদের দাবি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ