ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে—উপদেষ্টা আসিফ

বৈধ পথে রেমিট্যান্স ও আমদানী-রপ্তানিতে ভূমিকা রাখা ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বাচিত সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে দেশটির আজমান উম্ম আল মোমেনিন উইমেন অ্যাসোসিয়েশনের হলে জমকালো আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যেখানে গনতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে।

আপনারা যারা প্রবাসী বাংলাদেশির প্রতিনিধিত্ব করছেন তারা এ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এ ছাড়া প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন হয়রানি কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লব মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। ‍জুলাই বিপ্লবের পর এই সরকার গঠিত হয়েছে। আমাদের নিজেদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সকল আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তাই অন্তর্বর্তী সরকার পরিচালনায় সকলের সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল নুয়াইমি। সাংবাদিক কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মীর কামাল, মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী, জনতা ব্যাংক আবুধাবির সিইও মোহাম্মদ কামরুজ্জামান, টেপ টেপ সেন্টের হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশীষ দাস, সাংবাদিক শিবলী আল সাদিক প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঘোষিত ২০২৪ ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের সিআইপিদের সম্মাননা তুলে দেন অতিথিরা। আয়োজনে সহযোগিতা করায় শারজাহ বাংলাদেশ সমিতির সহ সভাপতি ব্যবসায়ী শাহাদাত হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন