ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক কারাগারে          

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ঘরে ঢুকে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন মুন্না (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে রবিবার রাতে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আমির হোসেন মুন্না। সে লালখান বাজার পোড়া কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণ চেষ্টাকারী মুন্না বখাটে প্রকৃতির। সে মাদক সেবন করে। এলাকায় বিভিন্ন অপ্রাধের সঙ্গেও সে জড়িত ছিল। ভুক্তভোগী ওই শিশু তার বৃদ্ধা মা-সহ একই  এলাকার বস্তিতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ষাট বছর বয়সী এক বৃদ্ধা তার ১২ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সহ ওই এলাকায় থাকতো। ওই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। গত রবিবার রাতে বৃদ্ধার অনুপস্থিতিতে ঘরে ঢুকে মুন্না ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তখন চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে মুন্না ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি। মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’

‘ঘটনার পর পালিয়ে গেলেও এলাকায় ফেরার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আজ (মঙ্গলবার) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ বলেন ওসি।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন