মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ পেয়েই প্রচার-প্রচারণা শুরু করেছেন ৫ চেয়ারম্যান ও ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ‘প্রতীক’ বরাদ্দ পান প্রার্থীরা।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে এনায়েত হোসেন নয়ন (কাপ-পিরিচ), শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত-কলম) ও মোহাম্মদ মোস্তফা (মোটরসাইকেল) বরাদ্দ পেয়েছেন।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মধ্যে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি), সালাহ উদ্দিন আহম্মদ (টিউবওয়েল) ও সাইফুল আলম (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সি (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল) ও বিবি কুলছুমা চম্পা (পদ্ম ফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে প্রতীক বরাদ্ধ পেয়েই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার বিকেল থেকে এনায়েত হোসেন নয়নসহ চেয়ারম্যান পদপ্রার্থীদের মাইকিং করতে দেখা যায়। বুধবার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রার্থীদের নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার টানাতেও দেখা যায়।
মঙ্গলবার সকালে এনায়েত হোসেন নয়ন দলীয় নেতাকর্মী, সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে কাপ-পিরিচ মার্কায় ভোট চান।
এনায়েত হোসেন নয়ন ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগেও তিনি ১ নং করেরহাট থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দীর্ঘবছর ধরেই তিনি সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হলে তিনি আরও বৃহৎ পরিসরে জনগণের সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘোড়া প্রতীকে ভোট চাইতে দেখা যায় আরেক হেভিওয়েট প্রার্থী শেখ আতাউর রহমানকে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মিরসরাই উপজেরা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন প্রসঙ্গে এ প্রার্থী বলেন, মিরসরাইয়ের প্রতিটি ইউনিয়নের সব গ্রামের মানুষের সাথে আমার সম্পর্ক বহু আগের। এ সম্পর্ক কখনো স্বার্থের ছিলোনা। সুশিক্ষিত, দক্ষ ও স্মার্ট মিরসরাই গড়তে আমি অনেক আগে থেকেই জনগণের দরজায় কড়া নাড়তাম। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চেয়ারম্যান পদে ভোট চাইতে মাঠে সক্রিয় রয়েছেন অপর ৩ প্রার্থীও। জনমত বিশ্লেষণ করে জানা যায়, চেয়াম্যান পদে প্রার্থীদের মধ্যে এনায়েত হোসেন নয়ন ও শেখ আতাউর রহমানের পরেই এগিয়ে আছেন ফেরদৌস হোসেন আরিফ। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই অপর দুই প্রার্থী উত্তম কুমার শর্মা ও মোহাম্মদ মোস্তফা।
প্রসঙ্গত, আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেয়া হয় প্রতীক বরাদ্দ। আজ প্রতীক বরাদ্ধের দিন থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রচার প্রচারণা চলবে ৬ মে পর্যন্ত। এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনেনয়ন জমা দেন। পরবর্তীতে চেয়ারম্যান পদ থেকে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো: জালাল উদ্দিন নামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে ১২ জন প্রার্থীর প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা করা হয়। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।