বিনোদন ডেস্ক »
না সিনেমা, না ফটোশুট বা বিজ্ঞাপন। চিত্রনায়ক নিরব ও নায়িকা মাহিয়া মাহির একসঙ্গে কোনো কাজ হয়নি। অথচ দুইজনের চলচ্চিত্র ক্যারিয়ারের যাত্রা প্রায়ই একই সঙ্গে। তিন চার বছরের এদিক ওদিক মাত্র। নিরবের যাত্রা ২০০৯ সালে। আর মাহির ২০১২ সালে।
একসঙ্গে কাজ না করা নিরব-মাহি এবার জুটি হলেন। একসঙ্গে দাঁড়ালেন ক্যামেরার সামনে। না কোনো সিনেমা বা নাটকের জন্য নয়। নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন তারা। রংধনু গ্রুপের আরজি লাইফস্টাইল মলের বিজ্ঞাপন এটি। গতকাল থেকে যমুনা ফিউচার পার্কে শুরু হয় এর শুটিং। চলবে আরও দুই দিন। আজ ঢাকার অদূরে ধামরাইরের ফিল্মভেলিতে হচ্ছে এর শুটিং।
নিরব মাহিয়া মাহি ছাড়াও এতে রোজী সিদ্দিকী ও মনিরা মিঠুর মতো সিনিয়র শিল্পীরাও অভিনয় কাজ করছেন।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। তিনি জানালেন, শতাধিক আর্টিস্টের অংশ গ্রহণে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সিনেমাটিক ফ্লেবার থাকবে এতে।
নিরব বলেন, ‘শতাধিক শিল্পী নিয়ে এই বিজ্ঞাপন। এর মাধ্যমে প্রথমবার আমি আর মাহি জুটি হয়েছি। এর আগে সিনেমার জন্য অনেক কথা হয়েছ মিটিং হয়েছে কিন্তু ব্যাটে বলে মিলেনি। তাই একসঙ্গে সিনেমা করা হয়নি। তবে এবার বিজ্ঞাপনে একসঙ্গে করা হচ্ছে। আগামীতে সিনেমাতেও আমাদের দেখা যেতে পরে।’
এদিকে সিনেমা সিনেমায় ব্যস্ত নায়ক নিরব। বিজ্ঞাপন, ফটোশুটের বাইরে একের পর এক নতুন ছবিতে অভিনয় করে যাচ্ছেন। সবশেষ সাইফ চন্দনের ‘কয়লা’ ছবিতে অভিনয় করছিলেন নিরব। এতে তার নায়িকা শবনম বুবলী। এই জুটি অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনেত্রী রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ ছবিটিও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এতে তার নায়িকা স্পর্শিয়া। এই জুটি ‘জলকিরণ’ নামে আরও একটি ছবির শুটিং শুরু করেছেন। এছাড়াও নিরব অভিনীত ‘অমানুষ’ নামে আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে মাহিয়া মাহিও সংসার সামলে নিয়মিত সময় দিচ্ছেন শুটিংয়ে। সম্প্রতি অফিসার নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এ ছাড়াও নতুন রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন তিনি। নাম ফারিশতা।