ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতাল ছেড়ে সমাবেশে কিডনি রোগী

বাংলাধারা ডেস্ক »

৬৭ বছর বয়সী বৃদ্ধ ফরিদ আহম্মেদ। কিডনি নষ্ট হয়েছে পাঁচ বছর আগে। চলছে চিকিৎসা। শরীর এই ভালো, এই খারাপ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন শুনে হাসপাতালের বেড ছেড়ে অটোরিকশাযোগে সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর শেরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন ফরিদ।

দেখা গেছে, সিএনজির পেছনের সিটে একটি বালিশ নিয়ে শুয়ে আছেন ফরিদ আহম্মেদ। পরনে সাদা পাঞ্জাবি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর অপেক্ষায়। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার মুখে ফুটেছে উজ্জ্বল হাসি।

গণমাধ্যমকে তিনি জানান, প্রায় ৫ বছর ধরে অসুস্থ। আর কতদিন পৃথিবীতে আছি! প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। হাসপাতালের বেডে আর শুয়ে থাকতে পারলাম না, ছুটে এলাম। কিছু চাওয়া নেই, শুধু নেত্রীকে একটু দেখবো।’

অসুস্থ ফরিদ আহম্মেদকে নিয়ে আসা সিনএনজি অটোরিকশা চালক বলেন, আমি উনার কাছে ভাড়া দাবি করিনি। তিনি সারাদিন থাকবেন। খুশী হয়ে যত দেন আমি তাই নিব।

সূত্র : সুপ্রভাত বাংলাদেশ

আরও পড়ুন