বাংলাধারা ডেস্ক »
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচিতে এবার আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রকল্পের তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করবেন। ৫২টি উপজেলার উপকারভোগীরা সেদিন এসব ঘরে উঠবেন। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে প্রায় ৯ লাখ পরিবারকে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার। গত বছরের ২৩ জানুয়ারি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারাদেশের ৬৩ হাজার ৯৯৯টি পরিবারের হাতে দুই শতাংশ জমি ও ঘর তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ৭৪৩টি ব্যারাকে আরও ৩ হাজার ৭১৫ পরিবারকে পুনর্বাসন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই বছরের ২০ জুন আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজার ৩৩০টি পরিবারকে জমি ও নতুন ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। তৃতীয় পর্যায়ের ৬৫ হাজার ৬৭৪টিসহ আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম তিন পর্যায়ে বরাদ্দকৃত একক গৃহের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩টি। যার মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩ হাজার ৯৭২ কোটি ৭ লাখ ৫ হাজার ১ টাকা।