ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

প্রধানমন্ত্রীর উপহার বিতরণে অনিয়ম, প্রতিবাদ করায় সাংবাদিকর্মীকে হত্যার হুমকি

কক্সবাজার প্রতিনিধি  »

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে শীতার্থ মানুষের জন্য দেয়া কম্বল বিতরণে অনিয়মের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রকাশ করায় এক সংবাদকর্মীকে পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সোমবার (৮ ফেব্রুয়ারি) রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হত্যার হুমকি পাওয়া জেরে সাংবাদিক আবু তালেব সিকদার (৩৫)। 

তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়া এলাকার বাসিন্দা এবং ঢাকা থেকে প্রকাশিত রুপালী বার্তা ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। 

সাংবাদিক আবু তালেব জিডিতে উল্লেখ করেন, কচ্ছপিয়া ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে পাওয়া কম্বল স্থানীয় নাছির নুরজাহান ফাউন্ডেশনের নামে বিতরণ করা হয়। এ কম্বল বিতরণের ছবি সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়। সেটি দৃষ্টি গোছর হলে আমার নামে ব্যবহৃত ফেসবুক একাউন্টে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করি।

এ ঘটনায় জেরে চরম ক্ষুব্ধ হয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি গত ৭ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে ০১৮১২-৬৩০৯৩০ নাম্বার থেকে আমার ব্যবহৃত মুঠোফোনে কল করা হয়। অপরপ্রান্তে কথা বলা লোকটি তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকিসহ তার পরিবারের সবাইকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয়। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভোগায় আইনী সহায়তার জন্য রামু থানায় সাধারণ ডায়েরি করা হয় (নম্বর-২৯৮; ৮/২/২০২১)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তা চেয়ে তালেবের করা সাধারণ ডায়েরি (জিডি) খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। 

সাংবাদিক পরিবারকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও তালেব জানিয়েছেন রামুর কর্মরত সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তারা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন