চন্দনাইশ প্রতিনিধি »
গত ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বাচার পরিবারকে ৬ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ঘর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।
নিহত জহিরুল ইসলাম বাচা চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, ৩ কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামীতে তার পরিবারের সদস্যদের সকল প্রকার ভরণপোষণ ও লেখাপড়া বিষয়ে সহযোগিতা করব। একইসাথে বাচার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহায়তা কামনা করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আ.লীগ নেতা যথাক্রমে শেখ টিপু চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, এড. মো. দেলোয়ার হোসেন, সেলিম উদ্দীন রেজা, যুবলীগ নেতা আফনান ইসলাম চৌধুরী আমীর, মো. সাইফুদ্দীন, বোরহান উদ্দীন গিফারী, ইউপি সদস্য মো. ফজলুল করিম আইয়ুব, হেলাল উদ্দীন, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।