বাংলাধারা প্রতিবেদন »
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার ধাক্কায় দেশে তৈরি পোশাক শিল্প টিকবে কিনা অনেকেই সন্দিহান ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তে এ শিল্প ক্রান্তিকাল অতিক্রম করতে পেরেছে।
এ দেশের অবহেলিত নারী সমাজের ক্ষমতায়ন ও অর্থনীতির প্রাণশক্তি পোশাক শিল্প সচল রাখতে সবার অব্যাহত সহযোগিতা কামনা করেনও তিনি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিজিএমইএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে পোশাক শিল্পের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিজিএমইএর সঙ্গে শিল্প পুলিশের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই শিল্প পুলিশ গঠিত হয়েছে। এ শিল্পের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তাই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে শিল্প পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে একযোগ কাজ করবে।
তিনি শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক মনিটরিং এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প পুলিশের তৎপরতা অব্যহত রাখা এবং গার্মেন্টস শিল্পের নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্য দেন বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক মোহাম্মদ আতিক, সাবেক পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা ও সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
বক্তারা জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান উল্লেখ করে এ শিল্প রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ের কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম সেলিম প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর