লোহাগাড়া প্রতিনিধি »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগের ৪ অসুস্থ নেতাকর্মীদের মাঝে ১৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমিনুল ইসলাম আমিন উপস্থিত থেকে দলের অসুস্থ ৪ নেতাকর্মীদের হাতে এসব চেক তুলে দেন।
যাদের চেক প্রদান করা হয়- মাস্টার শফিকুর রহমানকে ৫ লাখ টাকা, জামাল হোসাইনকে ৫ লাখ টাকা, জান্নাত আরা বেগমকে ২ লাখ টাকা এবং বকুল বালা দেবীকে ৩ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ- দপ্তর সম্পাদক এম. এস মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম. কামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী প্রমুখ।