ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

প্রধানমন্ত্রী’র ৭৫ তম জন্মদিন পালনে ব্যতিক্রমী কর্মসূচি; ৫০ হাজার জনগণ নিয়ে র‍্যালী

পটিয়া প্রতিনিধি»

জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ব্যতিক্রমী কর্মসূচী গ্রহন করা হয়েছে।

এতে ৫০ হাজার জনগণের একত্র করে পটিয়া পৌরসভা এলাকায় বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) পটিয়া উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে পটিয়া মডেল হাই স্কুল মাঠে দুপুর ২টায় গণজমায়েত, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে ৭৫টি বেলুন উড়িয়ে কর্মসূচি’র উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পরে জেলা উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাঠ থেকে বের হয়ে পটিয়া সদর প্রদক্ষিণ করে ইন্দ্রপুল বাইপাস সড়কে গিয়ে শেষ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৩ বছরে পটিয়ার উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছে। চলতি বছর করোনাকালীন সময়ে ও প্রায় ১২শত কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, খাল খনন, রাস্তাঘাট নির্মাণে’র বরাদ্দ দিয়েছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী’র মূখ্যসচিব এর সহযোগিতায় পৌরসভার রাস্তা, ড্রেন, রাস্তায় লাইট স্থাপন কাজে প্রায় ১৪ কোটি টাকার কাজ চলছে। তার এ ফলশ্রæতিতে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা স্বরুপ তার ৭৫তম জন্মবার্ষিকী পালনে পটিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগসহ বিভিন্ন পেশার মানুষদের নিয়ে এ ব্যতিক্রমী কর্মসূচি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, জেলা আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন