ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ড. আমিনুল ইসলাম বলেন, “আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে কী কারণে পদত্যাগ করেছি, এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের (ব্যক্তিগত সচিব) মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

নতুন কোনো দায়িত্ব গ্রহণ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না।” তবে তিনি জানান, ভবিষ্যতেও তিনি শিক্ষাক্ষেত্রে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন।

ড. এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার এই আকস্মিক সিদ্ধান্ত নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন