ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

প্রাইভেট কারের তেলের ট্যাংকে ৩৫ হাজার ইয়াবা

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ায় প্রাইভেট কারের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ৩৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ইসমাঈল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার আব্দুস সালামের পুত্র।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- টেকনাফ থেকে একটি প্রাইভেট কার যোগে চট্টগ্রামে যাচ্ছিল। এসময় চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।

আরও পড়ুন