ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম হলেন নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম

বোয়ালখালী প্রতিনিধি »

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে উপজেলার সফল খামারিরা তাদের পালিত পশুর স্টলে নিজেদের সফলতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে ৫টি ক্যাটাগড়িতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে গো-খামারে সাফল্যের দ্বারপ্রান্তে উঠে আসা সফল নারী উদ্যোক্তা পিউর ডেইরী ফার্মের স্বত্বাধিকারী মনোয়ারা বেগম ১ম স্থান অর্জন করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে উপজেলার মুরাদ মুন্সির হাট এলাকায় বোয়ালখালী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ।

ডা. মহিউদ্দিন আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতীক সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.মামুন, মৎস্য কর্মকর্তা মো.ইমরান ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ।

প্রদর্শনীতে ছিলো গরু, ছাগল, ভেড়া, ব্রাহামা মুরগি, জার্মান স্পীজ ব্ল্যক শেফার্ড, খরগোশ, লাভ বার্ডের স্টল। ছিলো পশুর জীবন রক্ষাকারী ঔষধ ও আধুনিক যন্ত্রপাতির স্টল। দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় সিদ্ধ ডিম ও খামারে উৎপাদিত দুধ, দই ও মিষ্টি।

এছাড়াও হোসনে আরা বেগমের স্টলে কাদারনাথ,ব্রাহামা, ক্রসিং, সিলভার ও সরাইল জাতের মুরগী প্রদর্শনীতে আসা দর্শকদের নজর কাড়ে। এসব মুরগী ইন্ডিয়া ও আমেরিকায় বেশি পাওয়া যায় বলে জানান হোসনে আরা।

আরও পড়ুন