ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

প্রায় ৭৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ছয়

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম রেলস্টেশনে ঝটিকা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গত ১১ আগস্ট ২০২১ ইং তারিখ রাত পৌণে ১০টার দিকে গোপন সূত্রমতে, প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব-৭ এর একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে, মাদক পাচারকারী ৪ জনকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃতরা হলেন, পটিয়ার মৃত আলতাফ মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৬), চকবাজার এলাকার কামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার (২৫), ফেনী জেলার ছাগল নাইয়া থানার আবুল খায়েরে ছেলে মোঃ লিটন আহমেদ (৪০) এবং চকবাজার এলাকার মোঃ ইকবাল হোসেনের স্ত্রী মোছাঃ শামসুন নাহার (৩৫)। তারা সকলে নগরীর চকবাজার এলাকার।

আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে নগরীর চকবাজার থানাধীন কালাম কলোনী এলাকায় অভিযান চালিয়ে করে তাদের সহযোগী চকবাজার এলাকার মৃত টুনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৩৭),  এবং ফেনী জেলার ছাগল নাইয়া থানার আবুল খায়েরের ছেলে মোঃ রিপন আহমেদ (২৮)কে গ্রেফতার করে র‍্যাব-৭।

আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে মোঃ ইকবাল হোসেনের ভাড়া বাসার ফ্ল্যাটের ভিতর ষ্টিলের আলমিরা তল্লাশি করে ২৫,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন