দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৮জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নৌকা প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারিকে ফুলের মালা, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আবু তৈয়বকে তরমুজ, মোহাম্মদ শাহজাহানকে ঈগল, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দীন আহমদকে একতারা,বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহকে মোমবাতি,জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজমকে লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহাম্মদ ফেরদৌস আলমকে চেয়ার প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, তরমুজ প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের প্রার্থী ও বর্তমান এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং বিএসপির চেয়ারম্যান সাইফুদ্দীন আহাম্মদ মাইজভান্ডারির সাথে।
প্রতীক বরাদ্ধের পর থেকে উভয় প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।