উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি হেলাল মোহাম্মদ নুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দাতঁমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম,ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশী, ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ নাজের হোসাইন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মুজিবুল হক মজুমদার, প্রভাষক হাসান মেহেদি, আব্দুর রশিদ সরকার, ইসমাঈল মজুমদার, জয়নাল আবেদীন, ইউপি সদস্য কামাল উদ্দিন, আলহাজ্ব আবুল কালাম, দুলাল মিয়া, ইউসুফ হান্নান, শফিউল আলম, মোজাম্মেল হায়দার বাবু, ডা.মহিমুজ্জামান, আব্দুর রহিম, আলী হোসেন, নুরুল আবসার জসিম, শাহজান নুরী প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অসাধারণ সব ক্রীড়া নৈপুণ্য ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।