ফটিকছড়ি সংবাদদাতা »
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাতঁমারাতে তিনশ বোতল অবৈধ ফেন্সিডিলসহ ২ জন আটক করেছে পুলিশ এবং জব্দ করা হয়েছে বহনকারী একটি ট্রাক গাড়ি।
শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী সরওয়ার, সঙ্গীয় অফিসার ফোর্সসহ দাঁতমারা ইউপি এলাকায় চলমান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ বোতল অবৈধ ফেন্সিডিল এবং পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (নং ফেনী ট-১১-০৪০৪) সহ মোট দুইজনকে আটক করা হয়েছে। উদ্বারকৃৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০হাজার টাকা।
আটককৃতরা হলো- ভূজপুর থানাধীন হেয়াকো বাজার বাংলা পাড়ার গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. মোসলেম ওরফে কুলছুমআলী (২০) ও মৃত শাহ আলমের ছেলে মো. আবুল কালাম (২৩)।
থানা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা দায়ের শেষে হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় মোট ৩ জনকে আসামী করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ