ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

ফটিকছড়ির মসজিদের সামনে নাচ, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী ফকিরপাড়া জামে মসজিদের সামনে তরুণ-তরুণীর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি বেয়ে নেমে এক তরুণ-তরুণী খোলা জায়গায় একটি বাংলা গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কারা ভিডিওটি তৈরি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটির নিন্দা জানিয়েছেন। পাইন্দং গ্রামের ব্যবসায়ী মো. নাছির উদ্দিন চৌধুরী ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেন, “মসজিদ আত্মিক প্রশান্তির জায়গা, এমন কাজ মসজিদের পবিত্রতা নষ্ট করে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।”

ভূজপুর জামিয়া আবু বক্কর সিদ্দীক (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মো. নিজাম উদ্দিন বলেন, “পবিত্র স্থানে এমন অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

নাজিরহাট পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ছলিমা আকতার শিউলী বলেন, “মসজিদ কোনো বিনোদন কেন্দ্র নয়। এখানে এমন কাজ অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।”

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, “ফেসবুকে বিষয়টি নজরে এসেছে। তবে এখনো সংশ্লিষ্টদের নাম-পরিচয় জানা যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, “ফকিরপাড়া জামে মসজিদ দেখতে প্রতিদিন বহু মানুষ আসেন। তবে এটি একটি পবিত্র স্থান, এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

উল্লেখ্য, মোঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই ফকিরপাড়া জামে মসজিদ। এলাকাবাসীর অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পাঁচ-ছয় বছর আগে এটি নতুন নকশায় পুনঃনির্মাণ করা হয়। বর্তমানে এটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থান নয়, দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্যও এক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন