ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

ফটিকছড়িতে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

ফটিকছড়ি সংবাদদাতা »

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং চলমান ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সচেতন ফটিকছড়ি মানববন্ধন পালন করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় ফটিকছড়ি নাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র জনতাসহ সর্বস্তরের সর্বসাধারণ উপস্থিত হয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকদের শাস্তি এবং চলমান সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন লেখনীতে ফেস্টুন, ব্যানারসহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন সুশৃঙ্খলভাবে সম্পন্ন এবং জনসাধারণের যাতায়াত দুর্ভোগ ঠেকাতে সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।

সম্প্রতি দেশে বিভিন্ন ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দেশে ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। জড়িত ধর্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা না হলে দেশে ধর্ষণসহ অপরাধের মাত্রা তীব্র গতিতে বেড়ে যাবে। এর ফলে দেশে চরম অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি হবে। যা কারো কাম্য নয়। দেশের সর্বোচ্চ পদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হলেও নারীদের অধিকার ও তাদের সম্মান রাষ্ট্র পরিপূর্ণভাবে দিতে পারেনি। ফলে প্রতিনিয়ত নারীরা বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে।

ধর্ষকদের কঠোন শাস্তি নিশ্চিত করণে এবং চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়নে সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি বক্তারা উদাত্ত আহ্বান জানান বক্তারা। ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহর রাখার ঘোষণা করা হয়।

এইচ এম সোলাইমান পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, ছাত্রনেতা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা জুনাইদ যওহার, ইসলামি সংগীত শিল্পী আলমগীর বিন কবির, মাওলানা জুনায়েদ সাহেব, হাফেজ ফজলুুল হক, মাওলানা হাবিবুর রহমান শাহনগরী, মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী, দুবাই প্রবাসী মাওলানা ওবাইদুল্লাহ,এইচ এম হাসান, ইরফান সাদেক প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল সহ স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে। মানববন্ধনের শেষ মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন