ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চন নগরে পুকুরে ডুবে মোঃ ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে কাঞ্চন নগর মানিকপুর গ্রামের ছমুরহাট বাজারের পূর্ব পার্শ্বে সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফরহাদ ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফারুকের ২য় সন্তান। তার ৪ বছরের আরো এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা সবাই খাওয়ার সময় শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবসত ঘরের উত্তর পার্শ্বে পুকুরে পরে যায়। তার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাকে খুজতে থাকলে একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।’ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।’
বাংলাধারা/এফএস/এআই