ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামে ফটিকছড়ির লেলাং পুকুরের পানিতে ডুবে জান্নাতুন নিছা (২) ও মীম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লেলাং ইউপির ২ নম্বর ওয়ার্ড খামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু নিছা (২) ওই এলাকার মো. ফারুকের মেয়ে এবং মীম (৩) নজরুল ইসলামের মেয়ে। তারা দু’জন আপন চাচাতো বোন।
নিহতের বাবা ফারুক বলেন, ‘সকাল ১০ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় দু’জন। পরে তাদের মা দেখতে পেলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করে।’
বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর ওয়ার্ড সদস্য মুহাম্মদ রফিক। তিনি বলেন, ‘খামার পাড়ায় সকালে পুকুরে ডুবে দুইজন শিশু মারা গেছে। শুনে খারাপ লাগছে।’
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুইজনকেই মৃত অবস্থায় পাই।’